Readers will choose in changing times !
Updated: Oct 29, 2021

Himi Mitra Roy, author of best selling novels of recent times like Arakta Bhiarab, Sob Golpoi Premer Noy, opens up in her blog with TalkiBooki on future of AudioBook & course of reading books as a habit...
এই দ্রুতগতির জীবনে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নিজেদের জন্য সময় বের করা একটা কাজের মধ্যে পড়ে । নতুন জেনারেশন ছুটছে। এবং সময় অপ্রতুল। নতুন প্রজন্ম বইয়ের পৃষ্ঠায় চোখ রেখে বই পড়ার চেয়ে অবসরে বা কোথাও যেতে যেতে হেডফোন কানে গুঁজে শ্রুতি গল্প বা অডিওবুক শুনছে এমনটাই হয়তো আগামীতে আমরা দেখতে পাবো।
দুটি ক্ষেত্রেই পাঠক বা শ্রোতা ভিন্ন। সুতরাং অডিও বুক এর মাধ্যমে বইয়ের বিক্রয়ে কোনভাবেই বিঘ্ন ঘটার কথা নয়।
যেসব গল্পে ধরা যেতে পারে পাঠ করলে সেই রেশটা আসছে না, সেক্ষেত্রে সম্পূর্ণ গল্পটির মূল ভাবনা এক রেখে কোন কোন ক্ষেত্রে নিজের মত করে গল্প বললে গল্পটি শ্রোতার কাছে বেশি আকর্ষণীয় হতে পারে।
এটা সম্পূর্ণ সময় এবং পরিস্থিতির ওপর নির্ভর করবে ,যে ,এখন পাঠকরা ঠিক কী চাইছে । প্রথমেই বললাম যে সময় অপ্রতুল। এবং সময় পরিবর্তনশীলও। সময়ের সঙ্গে সঙ্গে আমাদের ভাবনা চিন্তা অনেকটাই পাল্টে যায়। সে ক্ষেত্রে ভবিষ্যতে কী হবে সেটা সময় বলবে। তবে যেটাই হোক না কেন সবটাই সাহিত্যের উন্নতির জন্যই হবে। অডিও বুকের চাহিদা বাড়ছে এটা অস্বীকার করার কোন উপায় নেই।
আমরা কিন্তু বড় হয়েছি গল্প শুনেই। ঠাকুমা, দিদিমার কাছে গল্প শুনেই গল্পের বই পড়ার প্রতি আগ্রহ তৈরী হয়েছে । আগামীতে আবার সেই সব দিনগুলি ফিরে আসার সম্ভাবনা প্রবল। শুধুমাত্র সময়ের অভাবের জন্য নতুন জেনারেশন অডিও বুক বেছে নিচ্ছে এমনটা নয়। এমন কিছু বয়স্ক মানুষ আছেন একটা বয়সের পর তাদের চোখের সমস্যার জন্য তাঁরা একটা গোটা বই পড়তে পারেন না। সে ক্ষেত্রেও অডিওবুক কিন্তু বেশ ভালো বিকল্প।
আমি 'এবারো ভয়ঙ্কর' শুনলাম,হিমাদ্রিকিশোর দাশগুপ্তের লেখা ।আমার প্রিয় লেখক উনি। অডিও বুকে তাঁর লেখা গল্পগুলো অন্য মাত্রা পেয়েছে। বলতে বাধা নেই এই মাধ্যমে গল্পগুলি আরো ভালো লেগেছে শুনতে, বইতে পড়ার চেয়ে।
(A collection of Audio Shorts written by Himi Mitra Roy is coming on TalkiBooki app soon)